প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা নিজেদের অনেক কাজ সহজে করতে পারছি। তবে এই প্রযুক্তি অনেক সময় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। শুক্রবার থেকে ভারতে বিভিন্ন ব্যক্তির নকল আধার-প্যান কার্ড ছড়িয়ে গেছে সোশ্যাল মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য সহজেই তৈরি করা যাচ্ছে এই আধার, প্যান কার্ড। যা নিয়ে শঙ্কিত সাইবার বিশেষজ্ঞরা ।

সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি লিখেছেন, তিনি নাকি চ্যাটজিপিটি-কে আধার কার্ড তৈরি করতে বলেছিলেন। তারপর সেখান থেকে মারাত্মক ফল সামনে চলে আসে। তিনি জানিয়েছেন এখান থেকেই তৈরি হতে পারে ভুয়া আধার কার্ড। তাকে কাজে লাগাতে পারেন সাইবার অপরাধীরা। আধার কার্ড হলো একটি ১২ ডিজিটের নম্বরের কার্ড। এটি প্রতিটি ভারতীয়র কাছে রয়েছে। আধার কার্ড দিয়ে সমস্ত সরকারি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ব্যাংকের নানা কাজও করা হয়ে থাকে। তবে এবার যদি সেই আধার কার্ড ভুয়া হয়ে যায় তাহলে সেখান থেকে কী পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে সকলেই চিন্তিত।

ইতিমধ্যেই ভারত জুড়ে বহু আধার বা প্যান কার্ড জাল করার চক্র সক্রিয়। মাঝে মাঝে পুলিশের জালে ধরাও পড়ে এই চক্রগুলোর সদস্যরা। তবে তাদের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এর মধ্যে চ্যাটজিপিটি যদি জাল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেয়, তা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখুঁত ‘ইমেজ জেনারেশন’ এর জন্য ওপেনএআই গত সপ্তাহে নতুন ‘জিপিটি-৪ও’ বাজারে এনেছে। তারপরই নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিমেষে তৈরি হচ্ছে হুবহু ওরিজিনালের মতো দেখতে ভুয়া আধার কার্ড। যা নিয়ে নতুন করে শোরগোল সমাজ মাধ্যমে। এর আগে ‘ঘিবলি’ কার্টুন নিয়েও আম জনতাকে সতর্ক করেছিল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নিমেষে নকল আধার, প্যান কার্ড তৈরি করা যাচ্ছে তাতে সাইবার জালিয়াতি আরও বাড়তে পারে। এভাবে সহজেই অন্যের নামে ভুয়া পরিচয়পত্র তৈরি করে জঙ্গি বা সমাজবিরোধী সংগঠন সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

সূত্র : ইকোনোমিক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here