সর্বশেষ
[glt-translator]
Home » রাজনীতি » নির্বাচন » ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ জানালো ইসি

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ জানালো ইসি

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। এই দুই সিটিতে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ। এছাড়া উপজেলা পরিষদের নির্বাচন ঈদের পর শুরু হবে বলেও জানানো হয়।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচনের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

কয়েকটি ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ইসি আনিছুর। ঈদুল ফিতরের পর ৩০ এপ্রিলের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করার চিন্তা কমিশনের রয়েছে বলে জানান এই কমিশনার।

উল্লেখ্য, ২০২২ সালের জুনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আরফানুল হক। গত ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *