News Times BD

মাগুরার সেই শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের নামে মামলা

মাগুরায় সেই শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। শনিবার বিকালে শিশুটির মা বাদী হয়ে এ মামলা করেন। মাগুরার এসপি মিনা মাহমুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন-ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিতু শেখ (৫০), তার স্ত্রী জায়েদা বেগম (৪২) এবং তাদের ছেলে রাতুল শেখ (২২) ও সজীব শেখ (১৮)।

মিনা মাহমুদা বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে ৪ জনের নামে মামলা করেছেন।’

ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ দিন দুপুরে বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। পাশবিক নির্যাতনের ফলে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে। চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশুটি। এরপর অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।

মাগুরা হাসপাতালের চিকিৎসকরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেছিলেন, শিশুটির সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শিশুটি অচেতন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, যে বাসায় সে বেড়াতে এসেছিল সেখানেই ঘটনাটি ঘটেছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।

Exit mobile version