মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সময়সীমা বাড়লো

0
10

মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী প্রেরণ নিশ্চিতকরণ ও সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

০৭ মার্চ ২০২৫, শুক্রবার ৪৯.০১.৬০০১,০০৬,২০,০৮৫.২০২২.১৪৪ নং স্মারকের বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীগণের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ০৬ মার্চ ২০২৫ তারিখের ৪৯,০০,০০০০,০৪৭,১১,০৪৬.২২.৭৩ নং স্মারকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হতে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা আগামী ১০ মার্চ ২০২৫ তারিখ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা আগামী ২০ মার্চ ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমতাবস্থায়, মালয়েশিয়ার নিয়োগকর্তাগণ-কে চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে দ্রুত কাগজপত্র হাইকমিশনে জমা প্রদানের জন্য বাংলাদশে রিক্রুটিং এজেন্টগণকে যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here