News Times BD

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

 
বাঙ্গুরা বাজার থানার উপ-পরিদর্শক মো. নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেক মেয়ে রুমা আক্তার (৩০)

বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের দাবি রুবি বেগম ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

Exit mobile version