একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ আপিল মঞ্জুর করে এ রায় দেয়।
২০১২ সাল পর্যন্ত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মানবতাবিরোধী এই অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেন আদালত।
ওই রায়ে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার ‘রাজাকার বাহিনীর অন্যতম সদস্য’ ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আপিল বিভাগে আপিল করেন মোবারক। যার ওপর গত ৮ জুলাই শুনানি শুরু হয়।