মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই

0
4

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনা চাউর হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ছাত্র-জনতাসহ সর্বমহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে সোমবার অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এর আগে রোববার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস গণমাধ্যমকর্মীদের বলেন আমরা অনেক চেষ্টা করেছি হাজী আহমদ উদ্দিনকে থানায় নিয়ে আসার জন্য। কিন্তু তাদের লোকবল বেশি থাকায় সম্ভব হয়নি।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে আহমদ উদ্দিনের বিরুদ্ধে। ৪ঠা আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলায় নেতৃত্ব দেন তিনি। পতিত স্বৈরাচারী সরকারের আমলে তিনি নিজ এলাকায় ছিলেন বেপরোয়া। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান মানবজমিনকে জানান এই ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেয়া ওই আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here