News Times BD

যমুনায় যাওয়ার চেষ্টা আন্দোলনরত শিক্ষকদের, জলকামান ও লাঠিচার্জ পুলিশের

জাতীয়করণ থেকে তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এই ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে আগাচ্ছিলেন । বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা। দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে আশ্বাস না পাওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের বোঝানোর চেষ্টা করে, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া সুযোগ নেই। কয়েকজন প্রতিনিধি নিয়ে সেখানে যাওয়ার বিষয়ে বলা হয়। কিন্তু আন্দোলনকারীরা এতে রাজি হননি। বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে । এক পর্যায়ে লাঠি চার্জ করে।

Exit mobile version