সর্বশেষ
[glt-translator]
Home » বিশ্ব » যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দল ঢাকায়

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দল ঢাকায়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। শুক্রবার চারদিনের এই সফরে ঢাকায় আসেন তারা।

প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি রয়েছেন।

বাংলাদেশকে অর্থনৈতিক সহনশীলতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি কার্যকর ও গুণগত মানসম্পন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতা দিতে তাদের এই সফর। এই সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, তৈরি পোশাক প্রস্তুতকারক এবং শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল।

শ্রমিক অধিকার সংগঠন সলিডারিটি সেন্টার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের উৎকৃষ্ট উপায়ে সহযোগিতার বিষয়ে তৈরি পোশাক খাতে বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *