News Times BD

যুদ্ধ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরান প্রথমে হামলা চালাবে না তবে সম্ভাব্য হামলা মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির আবহে এ মন্তব্য করলেন তিনি। ট্রাম্প বলেছেন, আমরা বেশ কিছু শক্ত বিকল্প বিবেচনা করছি। এ খবর দিয়েছে বিবিসি। 

এতে বলা হয়, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে আব্বাস আরাঘচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধ চায় না, পাশাপাশি প্রতিপক্ষের যে কোনো ভুল হিসাব সম্পর্কে সতর্ক করে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ থেকে এখন আরও বেশি প্রস্তুত ইরান। দেশের বর্তমান ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটের বিষয়েও মন্তব্য করেন আব্বাস আরাঘচি। বলেন, যতদিন পর্যন্ত আমরা হুমকির মধ্যে থাকবো ততদিন এমন পরিস্থিতি চলমান থাকবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরান সবসময় আলোচনার জন্য প্রস্তুত।

Exit mobile version