News Times BD

যে নির্বাচনের জন্য খালেদা জিয়া লড়াই করে গেছেন সে নির্বাচন যেন দেখে যেতে পারেন: উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে নির্বাচনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়াই করে গিয়েছেন আমরা দোয়া করি উনি যেন সেই নির্বাচন দেখে যেতে পারেন। রোববার রাতে  এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ নেয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে। উনি আপোষহীন ভূমিকা রেখেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য।  আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। উনি উনার আত্মত্যাগের ফসল দেখে যেতে পারেন। যে নির্বাচনের জন্য উনি লড়াই করে গিয়েছে সে নির্বাচন যেন উনি দেখে যেতে পারেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তরের  সময়ে উনাকে যেন আমরা পাই। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তর খুবই সাচ্ছন্দে হয়৷ গণতন্ত্রের জন্য বহু মানুষ রক্ত দিয়েছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলে জানান তিনি।

Exit mobile version