সোভিয়েত যুগের টি-৭২ ট্যাঙ্কের খোলনলচে বদলাতে তৎপর হলো ভারত। আর তাই রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সাথে ২৪৮মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তিতে ভারতীয় সেনাবাহিনীর টি-৭২ ট্যাঙ্কের জন্য ১০০০ হর্সপাওয়ার ইঞ্জিন কেনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে রুশ সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। সহযোগী হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আর্মার্ড ভেহিকল্স নিগম লিমিটেড’। চেন্নাইয়ের ‘হেভি ভেহিকল্স ফ্যাক্টরি’তে হবে নতুন ইঞ্জিনের নির্মাণ। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১৯৭০-এর দশকে ভারতে প্রথম চালু হওয়া টি-৭২ ট্যাংক ভারতীয় সেনাবাহিনীর প্রধান যুদ্ধ সরঞ্জাম। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ৭৮০ হর্সপাওয়ারের ইঞ্জিনযুক্ত প্রায় ২ হাজার ৫০০ টি-৭২ ট্যাংক সক্রিয় রয়েছে। নতুন করে কেনা ১ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন দিয়ে বর্তমান ট্যাংকগুলোর ইঞ্জিন প্রতিস্থাপন করা হবে।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে গতিশীলতা ও আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, ওই ট্যাঙ্কের মারণাস্ত্র এবং নজরদারি ব্যবস্থারও কিছু আধুনিকীকরণ হবে। এই প্রতিরক্ষা চুক্তি ভারতের সাঁজোয়া যুদ্ধের ক্ষমতাকে শক্তিশালী করবে, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা যখন চ্যালেঞ্জের মুখোমুখি । একইসঙ্গে এই ট্যাঙ্কগুলিকে সম্পূর্ণ প্রতিস্থাপনের পরিবর্তে বিদ্যমান সম্পদগুলিকে আপগ্রেড করে প্রতিরক্ষায় স্বনির্ভরতার দিকে এগোতে চাইছে ভারত। এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য প্রযুক্তিগতভাবে উন্নত এবং যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রাখার প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতিকে ব্যক্ত করে।
সূত্র : ইন্ডিয়া টুডে