১৯৮১ সালের ৩০শে মে বিপথগামী একদল সামরিক কর্মকর্তার হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। অস্থির সে সময়ে তার মৃতদেহ ঢাকায় আনা হয়। তারই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাযা। যেখানে  অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।   সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় আয়োজনে সেই জানাজা। তাতে অংশ নেন প্রায় ২০ লাখ মানুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন। এটা হয়ে ওঠে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণের অনুষ্ঠিত ঐতিহাসিক জানাজা। এরপরই তাকে দাফন করা হয় সংসদ ভবনের উত্তরে শেরে বাংলানগরে অবস্থিত জিয়া উদ্যানে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here