সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো দলের একক ক্ষমতার বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংবিধানের সংশোধনীতে একক দলের ক্ষমতার বিষয়টি আমরা চাই না। মেজরিটি পার্টি বা অন্যান্য দল মিলে রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক। সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য জরুরি।
তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে—এটা আমরা সমর্থন করি। কোনো একক দল বা কেবল সরকারি দল একচেটিয়াভাবে সংবিধান সংশোধন করবে—এটা আমরা চাই না।’
তাহের বলেন, ‘সংবিধানে গণভোটের বিধান যুক্ত করার পক্ষে মত দিয়েছে জামায়াত। এছাড়া, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব এবং পিআর পদ্ধতির প্রতি সমর্থন করি আমরা।’
তিনি বলেন, ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার প্রস্তাবেও জামায়াত একমত হয়েছে।’