রক্ষণশীল প্রভাবশালী লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ারের দাবির পর এবার মুখ খুললেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাশলে দাবি করেন পাঁচ মাস আগে তিনি যে শিশুর জন্ম দিয়েছেন তার পিতা হচ্ছেন ইলন মাস্ক। এরপর থেকেই সংবাদমাধ্যমগুলোতে ব্যক্তিগত জীবন নিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। যদিও মাস্কের ব্যক্তিগত সম্পর্কের জন্য আলোচনায় আসার ঘটনা এবারই প্রথম নয়। তবে সবসময় তাকে নীরবতা ভাঙতে দেখা যায়নি, এবার যেটা দ্রুততার সঙ্গে করলেন তিনি। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার নির্বাহী পরিচালক অ্যাশলের পোস্টের প্রতিক্রিয়ায় বলেছেন, ২৬ বছর বয়সী ওই নারী গত পাঁচ বছর ধরে সন্তান নেয়ার পরিকল্পনা করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, গত শুক্রবার অ্যাশলে তার এক পোস্টে জানান ইলন মাস্কই তার সন্তানের পিতা। তিনি লিখেছেন, পাঁচ মাস আগে পৃথিবীতে আমি যে নবজাতককে স্বাগত জানিয়েছি তার পিতা হচ্ছেন ইলন মাস্ক।
সন্তানের নিরাপত্তার কথা ভেবেই এতদিন এই তথ্য গোপন করা হয়েছিল। তবে স্থানীয় একটি ট্যাবলয়েড এই খবর প্রকাশ করার সিদ্ধান্ত নিলে অ্যাশলে এ বিষয়ে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি এর আগে আমার সন্তানের সুরক্ষার কথা ভেবে আসল তথ্য প্রকাশ করেনি, কিন্তু সম্প্রতি ট্যাবলয়েডগুলো এ তথ্য প্রকাশ করতে চায়, তা যতই হুমকিমূলক হোক। ইলন মাস্কের ওই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার পর অ্যাশলে সরাসরি কোনো উত্তর দেয়ার পরিবর্তে অনলাইনে তার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইলন বেশ কয়েকদিন ধরে তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। যদিও পরবর্তীতে এই মন্তব্যটি পরে তিনি মুছে ফেলেছেন। অ্যাশলের প্রতিনিধি ব্রায়ান গ্লিকলিচ পরে নিশ্চিত করেছেন যে, অ্যাশলে এবং মাস্ক ব্যক্তিগতভাবে শিশুটির অভিভাবকত্ব নিয়ে কাজ করছেন। অযৌক্তিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সন্তানের মঙ্গলের জন্য সর্বোত্তম পন্থায় চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ক্লেয়ারের দাবির পর এক ভক্ত তাকে সরাসরি এক্সে প্রশ্ন করায় হাসির ইমোজি দিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ইলন মাস্ক।
যদি অ্যাশলের দাবি সত্য হয়, তা হলে চারটি সম্পর্ক থেকে ১৩তম সন্তানের পিতা হবেন টেসলার নির্বাহী পরিচালক। প্রসঙ্গত, মোট ১২ সন্তানের জনক মাস্ক। তার প্রথম স্ত্রীর নাম জাস্টিন উইলসন। এই ঘরে ইলন মাস্কের মোট পাঁচ সন্তান রয়েছে।