জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কীভাবে? আমি বার বার স্মরণ করি এই কারণে, শুরুতে যার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি- সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধ ব্যাতিরেকে আজ আমরা এখানে আসতে পারতাম না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজ আমি, আপনি ও আমরা সবাই এই জায়গায় যে উপনীত হয়েছি, তার যতটুকু সাফল্য ও ব্যর্থতা সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ।’

 

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৬তম দিনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাতা করতে পেরেছিলাম আমরা। তার জন্য লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি। একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে কেবল সেটা হয়নি। দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে সেই জায়গায় এসেছি।’

‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই রাষ্ট্র অর্জন করেছি’-উল্লেখ করেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে ৫৩ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠাতা। সেই সংগ্রাম অব্যাহত আছে। তারই এক পর্যায়ে একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সমস্ত রকম ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে সকলে মিলে, সকল রকম মতপার্থক্য ভুলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি। এই পটভূমিতে আজকে জাতীয় সনদের প্রশ্ন। সেটা আপনারা বিবেচনায় রাখুন।’

আলী রীয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরে অভূতপূর্ব গণঅভ্যুত্থান, রক্তপাত ও প্রাণনাশ-সেগুলো আপনারা মনে রাখুন। সেই বিবেচনাগুলো সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে।’ 

এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাসদ, এনডিএম, এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণফোরামসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here