সর্বশেষ
[glt-translator]
Home » অন্যান্য » সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তারা হলেন, নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান। সোমবার রাতে পুলিশ সদরদপ্তর ও ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পারস্পরিক যোগসাজসে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা-ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছিল তারা। এছাড়া জনসাধারণের প্রতি সেবাদানকে বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলার আসামি, নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে,  কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *