News Times BD

সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১টার দিকে অবরোধ করেন তারা।

এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ সময় ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এর আগে মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। এক দফা দাবিতে এ ঘোষণা দেন তারা।

দাবিটি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।

Exit mobile version