News Times BD

হত্যার হুমকির মুখে পপি

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ আরোপ করেছেন। একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন পপি। পারিবারিক বিরোধ ও সম্পত্তির জেরে এই অভিনেত্রীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। লাগাতার হত্যার হুমকির কারণে তাকে দেখতেও যেতে পারেননি নায়িকা। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, চাচার মৃত্যুর খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নেই। এ কথা জেনে তারেক আমাকে হত্যার হুমকি দেয়। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আর খুলনা যাইনি। বছর খানেক ধরে আমার সঙ্গে এভাবেই চলছে। পপি আরও বলেন, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেছেন তিনি। তার দলিল থাকা সত্ত্বেও তা ভোগ করতে পারছেন না। অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। জমি ভোগ করতে গেলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এমনকি পপি জানান, বিগত সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে নিতে গেলে নানাভাবে হুমকি দেওয়া হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে। পটপরিবর্তনের পর বিএনপির নেতাদের সঙ্গে সখ্যতা করে একই কাজ করা হচ্ছে। এমনকি খুলনায় গেলে আর বেঁচে ফিরতে পারবো না বলেও হুমকি দিচ্ছে।

Exit mobile version