News Times BD

হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে দুর্বৃত্তরা, মামলা

চট্টগ্রামের বাঁশখালীর জলদী রেঞ্জের চেচুরিয়া এলাকার সংরক্ষিত বনে একটি বন্য হাতিকে হত্যা করে দাঁত ও নখ উপড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে অজ্ঞাতপরিচয় আসামি করে জলদী রেঞ্জের চেচুরিয়া বিট কর্মকর্তা মো. আলমগীর বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে বুধবার সকালে স্থানীয়রা মৃত হাতিটি দেখে বন বিভাগকে খবর দিলে বিষয়টি সামনে আসে।

মামলার এজাহার সূত্র জানা গেছে, বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী ও জঙ্গল চেচুরিয়ার মনুরমার ঝিরি এলাকায় একটি হাতিকে ৪-৫ দিন আগে কুপিয়ে হত্যা করে হাতির মূল্যবান দাঁত ও নখ নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে দেয়। খবর পেয়ে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় হাতিটির ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় বন বিভাগ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।

এ ব্যাপারে ময়নাতদন্তকারী বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, ‘হাতিটি ৪-৫ দিন আগেই হত্যা করা হয়েছে। গন্ধ ছড়াচ্ছিল। হাতির দাঁত ও নখ নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুঁড়ের অংশ মাথা থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে তারা।’

বন বিভাগের জলদী রেঞ্জের জলদী বন বিট কর্মকর্তা মো. শাহ আলম প্রধানিয়া বলেন, ‘হাতি হত্যার অভিযোগে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করা হয়েছে। চেচুরিয়া বন বিট কর্মকর্তা মো. আলমগীর বাদী হয়ে মামলা করেছেন।’

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম কায়কোবাদ বলেন, ‘হাতি হত্যার ঘটনায় প্রথমে বন বিভাগ একটি জিডি করেছিল। পরে জিডির অনুবলে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেছেন।’

Exit mobile version