News Times BD

হোসেনপুরে বেদের তাবুতে অভিযান, ৬০টি টিয়া পাখি ,জালসহ ফাঁদ জব্দ

শাহীন আহমেদ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও পশুসম্পদ কমর্কর্তা এক বিশেষ অভিযান চালিয়ে বেদের ঘর থেকে ৬০টি বন্য টিয়া পাখি ও ফাদের জাল উদ্ধার করেছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ উজ্জ্বল হোসাইন। গোপন সংবাদে হোসেনপুর ও আশপাশঁ থেকে বেদে সম্প্রদায়ের লোকজন বাশঁ ও জাল দিয়ে এক বিশেষ ফাঁদ পেতে অবৈধভাবে টিয়া পাখি শিকার করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে পাচার করে আসছিল বলে স্থানীয়রা জানান। এমন খবরের সূত্র মতে মঙ্গলবার দুপুরে পৌর সদরের জামাইল গ্রামের ব্রহ্মপুত্রের শাখা নদের তীর এলাকায় অস্থায়ী ০৫টি বেদের খুপরি ঘরে অভিযান চালিয়ে ৩টি খাচাঁ ও প্লাস্টিকের বেগের ভিতর থেকে ৬০টি দিয়া পাখি উদ্ধার করে। অভিযানের সময় বেদে সম্প্রদায়ের লোকজন নদের পাশ্বে জঙ্গলে পালিয়ে যায়। পরে এসব টিয়া পাখি ও ফাঁদ হিসেবে ব্যবহার করা জাল, বাঁশের লাঠি, দড়ি ও শুটকি মাছ সাংবাদিক ও আশপাশের লোকজনের সহযোগিতায় জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার নিকট নিয়ে আসলে, তিনি ,সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, হোসেনপুর পৌর প্রেসক্লাবের সভাপতি শাহিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী ও সাংবাদিক খায়রুল ইসলাম ফকির এর উপস্থিতিতে উপজেলা মাঠে পাখিগুলোকে মুক্ত করে দেন এবং অবৈধ জালগুলো পুড়িয়ে দিয়েছেন।

Exit mobile version