ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব নিয়ে ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে বিশেষ ভাষণে তিনি দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের ওপর তিনি ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, ফলে তারা সংঘাত বন্ধে রাজি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

প্রেসিডেন্টের ভাষ্যমতে, দুই দেশের নেতা প্রথমে বিরোধ প্রকাশ করলেও তিনি দৃঢ় ছিলেন। তিনি বলেন, তারা বলল, আমরা এটা পছন্দ করি না। আমি বললাম, আমার কিছু যায় আসে না।

ট্রাম্প আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে ফোন করে তার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি মিলিয়ন মানুষকে বাঁচিয়েছি। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে সংঘাত বন্ধের বিষয় নিশ্চিত করেন। ট্রাম্পের এই বক্তব্য পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি সাধারণত ইসলামাবাদ নিয়ে এত সরাসরি মন্তব্য করেন না।

ভাষণে ট্রাম্প আরও বলেন, তিনি বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে মূলত অর্থনৈতিক চাপ ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, আটটি সংঘাতের মধ্যে পাঁচটি অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের কারণে সমাধান হয়েছে। অন্যকোনো প্রেসিডেন্ট এমন করত না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here