সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ- বাংলাদেশের দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে, দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ- বাংলাদেশের দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে, দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।। আগামী ১লা জুন ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে পর্দা উঠবে আসরের। ২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে ৫টি করে দল থাকবে । প্রতি গ্রুপ থেকে ২টি করে দলকে নিয়ে হবে সুপার এইট পর্ব।
‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।। বাংলাদেশের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ই জুন। ১০ জুন নিউইয়র্কে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সাকিব-লিটনরা। এরপর ১৩ই জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একই ভেন্যুতে পরের ম্যাচটি ১৬ জুন খেলবে বাংলাদেশ।

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি ও প্রতিপক্ষ-
৭ জুন, শুক্রবার শ্রীলঙ্কা
১০ জুন, সোমবার দক্ষিণ আফ্রিকা
১৩ জুন, বৃহস্পতিবার নেদারল্যান্ডস
১৬ জুন, রোববার নেপাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *