সিলেট জেলা কৃষকদল নেতা আলতাফ হোসেন বিলালকে না পেয়ে তার বাড়িতে থাকা মোটর সাইকেল ভাঙ্চুর এবং স্ত্রী-পরিবার-পরিজনকে হুমকি-হয়রানীর অভিযোগ উঠেছে। নিজের মোটরসাইকেল ভাঙ্চুরের ছবি দেখিয়ে আলতাফ হোসেন রাতে মানবজমিনকে বলেন, স্ত্রী মমতাজ বেগম আগে থেকেই হুমকি পাচ্ছিলেন। বলা হচ্ছিলো স্বামীকে যেকোনভাবে মিছিল-মিটিং থেকে নিবৃত করতে হবে। তা না করতে পারলে তাদেরকেও (স্ত্রী-পরিবার) শায়েস্তা করা হবে। কিন্তু তিনি থামেননি। কালও আলতাফ জৈন্তা উপজেলা সদরে মিছিল করেছেন। মিছিল শেষ হতে না হতেই উপজেলার চারিকাটা ইউনিয়নের ভেতরিখাল গ্রামের বাড়িতে যান জৈন্তা থানার এসআই লতিফের নেতৃত্বে পুলিশের ৩ জন সদস্য। ফের হুমকি দেয়া হয় স্ত্রী মমতাজ বেগমকে। বলা হয়, স্বামী আলতাফ বাড়াবাড়ি করলে মমতাজকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেয়া যায়, পুলিশ কর্মকর্তা আলতাফের পরিবারকে শাসাচ্ছেন আর বলছেন, “ইবার ধরতে পারলে আমি তারে নিজ হাতে মারবো।
এতো সুন্দর করে তোমারে বুঝাইয়া গেলাম। বললাম তারে বুঝাইতে। আইজ সকাল বেলাও মিছিল দিয়া আইচ্ছে। তার এত্ত বড় সাহস। আগে মনে করছিলাম অসুস্থ মানুষ, মারবো না। এবার তারে ধরতে পারলে আমি নিজ হাতে মারবো। আমি মারবো বললাম। পুলিশ চলে যাওয়ার পর বাড়িতে থাকা মোটর বাইকেলটি ভাঙ্চুর করা অবস্থায় পাওয়া যায় বলে জানান আলতাফ হোসেন।