সর্বশেষ
Home » রাজনীতি » আওয়ামীলীগ » হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুই মোটরসাইকেলে আগুন

হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুই মোটরসাইকেলে আগুন

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এসময় একাধিক স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মুসলিম কোয়ার্টার থেকে সবুজবাগ পর্যন্ত শহরের প্রধান সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপির কর্মীরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কে ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
এর পরপরই শায়েস্তানগর এলাকায় একটানা ককটেল বিস্ফোরণ হয়। তখন সেখানে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়াও দুটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এএসপি (মিডিয়া) হাসিবুল ইসলাম বলেন, বিএনপির কর্মীরা শহরের একাধিক স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তারা দুটি মোটরসাইকেলেওলেও আগুন দিয়েছে।
তবে এসব ঘটনায় নির্বাচনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *