সর্বশেষ
Home » রাজনীতি » নির্বাচন » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ, ফলের অপেক্ষা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ, ফলের অপেক্ষা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়। এখন ফলের অপেক্ষা।
২৯৯ আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯, আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।
নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।
এদিকে সারা দিনে চট্টগ্রামে গুলির ঘটনা ঘটেছে। আর মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এছাড়া এক মন্ত্রীর প্রকাশ্য ব্যালটে সিল মারা, কুমিল্লায় দুই কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট জব্দ, পরে বাতিল করা, রাজধানীর বনানীতে বিদেশি পর্যবেক্ষক আসার আগে হঠাৎ দীর্ঘ লাইন, তারা চলে যেতেই ফাঁকাসহ নানা ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।
এদিকে সারা দেশে বেলা ৩টা পর্যন্ত ২৬.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ সব জায়গার তথ্য পাওয়া যায়নি।
ইসি সূত্র জানায়, বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।
এর আগে বেলা ১২টার পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *