ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরুন: সিইসি

0
11

ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরবেন। ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থাকে তা যেন কেটে যায়। সবার জন্য শুভ কামনা। রোববার সকালে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনে কোনো সংহিসতা হলে তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সিইসি বলেন, কে ভোট দিতে আসলো না আসলো সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট দিয়ে আমার ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here