দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি ঠিক কোন মন্ত্রণালয়ের মন্ত্রি হচ্ছেন, সেটা এখনও নিশ্চিত নয়।
আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাতে মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ১১ জনের নাম ঘোষণা করেন।
২৫ জন মন্ত্রীর তালিকায় আছেন বিসিবির বর্তমান সভাপতি পাপন ও সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও। কিশোরগঞ্জ ৬ আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন বিসিবির আরেক সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। গত মেয়াদে তিনি অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।