ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছেন কর্নাটকের ব্যাটার প্রখর চতুর্বেদী। কোচবিহার ট্রফির ফাইনালে তিনি অপরাজিত ৪০৪ রান করেছেন। মুম্বাইর বিরুদ্ধে ম্যাচে তিনি এই রেকর্ড গড়েছেন। যুবরাজ সিংহের ২৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর।
১৯৯৯ সালের ডিসেম্বর মহেন্দ্র সিংহ ধোনির বিহারের বিরুদ্ধে জামশেদপুরের ম্যাচে ৩৫৮ রান করেছিলেন যুবরাজ। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর। তিনি অপরাজিত ৪০৪ করেছেন ৬৩৮ বলে। ইনিংসে ৪৬টি চার এবং ৩টি ছয় মেরেছেন তিনি। কর্ণাটকের শিমোগার নাভুলে স্টেডিয়ামে ছিল খেলা।
কর্ণাটক টসে জিতে ফিল্ডিং নেয়। মুম্বাইয়ের ৩৮০ রানের জবাবে ২২৩ ওভারে ৮৯০/৮ তুলে ডিক্লেয়ার করে দেয় তারা। পুরো ইনিংসটাই ক্রিজে থাকেন প্রখর। মনন ভাটের বলে বেশি আক্রমণ করেন তিনি। ৯৭ রান নেন তার বলে। ওপেনিং জুটিতে কার্তিক এসের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন। এর পর দ্বিতীয় উইকেটে হর্ষ ধর্মানির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন। কার্তিক কেপির সঙ্গে তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন। এই ম্যাচে কর্নাটকের হয়ে খেলছেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতও। তার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন প্রখর। কর্ণাটক ফাইনালে জিতেছে।