বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। তা সত্ত্বেও দিনাজপুরে স্কুল খোলা রাখা হয়েছে। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।
দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা আমরা পেয়েছি। তাপমাত্রা সকালের দিকে কম থাকে, তবে পরে বেড়ে যায়। তাই আমরা এখনো স্কুল বন্ধের নির্দেশ দিইনি। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, তাহলে স্কুল বন্ধ রাখব।