ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃন্দাবনে ৬ জানুয়ারি বানরের হাতে হেনস্তার শিকার হয়েছেন এক ব্যক্তি। শ্রী রঙ্গনাথ জি মন্দিরে বানরের দল সেই ব্যক্তির কাছ থেকে চুরি করে বসে দামি আইফোন। আর এটি ফেরত পেতে যা করা হয়েছে, তা ছিল বেশ মজার। এ ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর দুইটি বানর বসে আছে। একটির হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন মুঠোফোনটি।
বিকাশ নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’
ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বানরেরা বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে…!!!