মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা-৭ এর সহকারী মাস্টার হুমায়ুন কবীরের খোঁজ মেলেনি। ফেরিডুবির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো সুরাহা পাওয়া যায়নি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ফেরি রজনীগন্ধ্যা-৭ ডুবে যায়। এরপর ফেরির অন্য কর্মকর্তা-কর্মচারীরা পাড়ে ফিরলেও নিখোঁজ রয়েছেন হুমায়ুন কবীর। তবে ফেরিতে থাকা ২০ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মালবাহী ট্রাকের শ্রমিক।
রজনীগন্ধা-৭ এর সহকারী মাস্টার হুমায়ুন কবীরের বাড়ি পিরোজপুরে। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। সাত মাস আগে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে যোগ দেন।
এদিকে ঘন কুয়াশা আর শীতের কারণে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ গতকাল রাত ১০টার দিকে স্থগিত করা হয়। এর আগে, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে।