সর্বশেষ
Home » বিনোদন » টালিউড » অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন। কিন্তু গ্যাস জ্বালতে গিয়েই ঘটে বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গেল বুধবার রাতের ঘটনা। রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
পূজা এখন কলকাতাতেই রয়েছেন।
অভিনেত্রী এখন কেমন আছেন? সবাই জানতে চাচ্ছে। এ বিষয়ে পূজা গণামাধ্যমকে বলেন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা।
অভিনেত্রী আরো বলেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।
মুম্বইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি পর পর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *