সর্বশেষ
Home » জাতীয় » প্রশাসন » রাজধানীতে র‍্যালির অনুমতি পায়নি ছাত্রদল, নয়াপল্টনে পুলিশ মোতায়েন

রাজধানীতে র‍্যালির অনুমতি পায়নি ছাত্রদল, নয়াপল্টনে পুলিশ মোতায়েন

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে র‌্যালি করতে চেয়েছিল ছাত্রদল। সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছিল সংগঠনটি। কিন্তু ডিএমপি থেকে তাদের র‌্যালির অনুমতি দেয়া হয়নি। গতকালই ছাত্রদলকে সেটি জানানো হয়েছে। অনুমতি না পেয়ে রাজধানীর দুই মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ জেলায় জেলায় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। মানবজমিনকে এসব তথ্য জানিয়েছেন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ডিএমপি থেকে আমাদের র‌্যালির অনুমতি দেয়া হয়নি। তারা ঘরোয়া প্রোগ্রাম করার কথা বলেছে। অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে র‌্যালিটি করবো না আমরা। তবে রাজধানীর দুই মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ জেলায় জেলায় র‌্যালি করার জন্য সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতেও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *