সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার খালে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার চার নম্বর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে- ঘটনার পর জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের গাফিলতির ঘটনায় হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের মাতম চলছে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল, নিজপাট ইউনিয়নের রণদ্বীপ পালের ছেলে নেহাল, কমলাবাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের পুত্র আলী হোসেন সুমন। তাদের সবার বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। রাতে জৈন্তাপুর বাজার থেকে তারা সীমান্ত পোস্ট তামাবিলে যাচ্ছিলেন। পুলিশ সহ স্থানীয়রা জানিয়েছে- জৈন্তাপুর থানার বাংলাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ দৃশ্য দেখে স্থানীয়রা এগিয়ে এসে পানি থেকে ওই প্রাইভেটকার উদ্ধার করেন।
এ সময় কারের ভেতরে থাকা চারজনেরই দেহ নিথর ছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক না থাকা এবং দায়িত্বে থাকা কর্মচারীদের গাফিলতির কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হাসপাতালে গাড়ি চেয়েও না পাওয়ায় ক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করে। পরে ওই চার ছাত্রলীগ কর্মীকে অন্য গাড়িযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে- রাতে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শত শত মানুষ এ সময় হাসপাতাল এলাকায় উপস্থিত ছিলন। এদিকে- ক্ষুব্ধ জনতা আগুন দিয়ে একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে- রাতেই ওই চার ছাত্রলীগ কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানিয়েছেন- জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেটের ছাত্রলীগ কর্মীরা শোকাহত। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ওসমানী হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¡Íনা দেন। তার হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন নিহত পরিবারের সদস্যরা। নিহতদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ এমপি, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং নেহাল পালের আত্মার শান্তি কামনা করে তাদের সকলের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে ওই চারজনের লাশ দাফন করা হয়েছে।