সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » বিপিএলের চতুর্থ ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারাল খুলনা

বিপিএলের চতুর্থ ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারাল খুলনা

বিপিএলের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। খেই হারানো দলটি শেষ পর্যন্ত থেমেছিল ১২১ রানে।

১২২ রানের টার্গেটে খেলতে নেমে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। তিন শীর্ষ ব্যাটার সুবিধা করতে না পারলেও খুলনার হাল ধরেন চারে নামা আফিফ হোসেন। তাকে যোগ্য সঙ্গ দেন পাঁচ নম্বরে খেলতে আসা মাহমুদুল হাসান জয়। ২৮ বলে ২৬ রান করে ফেরেন আফিফ। ৪৪ বলে ৩৯ রান করে আউট হন জয়।

শেষ দিকে ৮ বলে ১৫ রানে ঝোড়ো ইনিংস খেলে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম আশরাফ।
এর আগে খুলনার হয়ে বল হাতে তোপ দেগেছিলেন নাহিদুল ইসলাম। ৪ ওভারে ১২ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। নাহিদুলকে যোগ্য সঙ্গ দিয়ে ফাহিম আশরাফ নেন ৩ উইকেট। চার ওভারে তিনি দিয়েছেন মাত্র ২০ রান।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছিলেন শহীদুল ইসলাম। এছাড়া ২০ রানে ঘর পেরোতে পেরেছেন চট্টগ্রামের মাত্র একজন ব্যাটার। আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান ২২ বলে ২৪ রান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *