সর্বশেষ
Home » বিশ্ব » ট্রাম্পের পথ আরও পরিষ্কার, সরে দাঁড়ালেন ডি’স্যান্তিসও

ট্রাম্পের পথ আরও পরিষ্কার, সরে দাঁড়ালেন ডি’স্যান্তিসও

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ালেন আরও একজন রিপাবলিকান প্রার্থী। তিনি ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্তিস। আইওয়া ককাসে সর্বশেষ চার প্রার্থীর মধ্যে চতুর্থ হন বায়োটেক বিষয়ক উদ্যোক্তা বিবেক রামাস্বামী। তারপর তিনি এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। নিউ হ্যাম্পশায়ারে এবার প্রথম রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ঠিক আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ডি’স্যান্তিস। তিনিও সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। ফলে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এখন টিকে রইলেন মাত্র দু’জন। তারা হলেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনের আগে জনমত জরিপে ডি’স্যান্তিসের জনপ্রিয়তা ছিল এক অংকে।
এক সময় তাকে দেখা হয়েছিল দলের শক্তিশালী একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে। কিন্তু রোববার তিনি বলেছেন, জয়ের স্পষ্ট কোনো পথ তিনি দেখতে পাচ্ছেন না। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার শেষ চ্যালেঞ্জে রয়ে গেলেন ট্রাম্প এবং নিকি হ্যালি। নিকি হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে শুধু তিনিই পরাজিত করতে সক্ষম।
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচন। তার আগে রোববার বিকালে প্রায় ৫ মিনিটের একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন রন ডি’স্যান্তিস। এতে তিনি বলেছেন, মাঠ থেকে সরে যাচ্ছে তার টিম। তিনি বলেন, অনেক কিছুই এখনও করতে পারতাম। প্রচারণা চালাতে পারতাম। সাক্ষাৎকার দিতে পারতাম। অনেক কিছুই করতে পারতাম। ৭ মাসের প্রচারণার ইতি টেনে ফ্লোরিডার এই গভর্নর বলেন, তিনি ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। এরই মধ্যে ফ্রন্টরানার হয়ে আছেন ট্রাম্প। তিনি আইওয়া ককাসে শতকরা ৫১ ভাগ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ডি’স্যান্তিস বলেছেন, এটা পরিষ্কার হয়েছে যে, বেশির ভাগ রিপাবলিকান ভোটার চাইছেন ডনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে।
ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন ডি’স্যান্তিস। তবে বলেছেন, জো বাইডেনের চেয়ে সেরা ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দল থেকে জো বাইডেনই প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা একরকম নিশ্চিত।
ডি’স্যান্তিস বলেন, রিপাবলিকান দল থেকে মনোনীত ব্যক্তিকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তার প্রতি আমার সম্মান থাকবে। ওদিকে ডি’স্যান্তিসের সরে যাওয়ার ঘোষণা প্রথম যখন সমর্থকদের জানিয়েছেন ট্রাম্প, তখন তাদের মধ্যে উল্লাস শুরু হয়ে যায়। রোববার বিকেলে নিউ হ্যাম্পশায়ারে সমর্থকে ভর্তি একটি কক্ষে এমন ঘোষণা দেয়া হয়। পরে এক র‌্যালিতে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে তিনি রন ডি’স্যান্তিসকে একজন ভয়ানক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। বলেন, তিনি ভাল প্রচারণা চালিয়েছেন। এটা সহজ কাজ ছিল না।
ডি’স্যান্তিস এমন একজন রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন, যিনি ট্রাম্পের জনপ্রিয় এজেন্ডাগুলোকে কোনো ভনিতা না করেই বাস্তবায়নের জন্য কাজ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *