সর্বশেষ
Home » অন্যান্য » ৯৯৯-এ ফোনে উদ্ধার হলো মাদ্রাসার কার্নিশে আটকে পড়া শিশু

৯৯৯-এ ফোনে উদ্ধার হলো মাদ্রাসার কার্নিশে আটকে পড়া শিশু

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদ্রাসা থেকে পালানোর চেষ্টায় সাততলা ভবনের ছাদ থেকে রশি বেয়ে নামতে গিয়ে ছয়তলার কার্নিসে আটকে পড়ে ১৩ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাওয়ার পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটি শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদরের ‘সালমা সাঈদ তাহফিজুল কুরআন’ মাদ্রাসায়।
জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ শাখার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালাতে চেয়েছিল। এজন্য সাততলা ভবনটির ছাদ থেকে রশি বেয়ে নামছিল। কিছুদূর নামার পর সে আতঙ্কিত হয়ে ছয়তলার কার্নিসে আটকে পড়ে। তখন সে নিচেও নামতে পারছিল না আবার ওপরেও উঠতে পারছিল না। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরিভাবে উদ্ধারে সহায়তার অনুরোধের পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করা।
তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনে জানানোর পর তারা গিয়ে শিক্ষার্থীটিকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *