আগামী ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন ‘পুরোপুরি বর্জনে’র ঘোষণা দিয়েছেন ইমরান খানের সময়কার সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চোধুরী। নির্বাচনের প্রক্রিয়াকে তিনি ভুয়া আখ্যায়িত করে আজ সোমবার বলেছেন, তিনি এবং তার গ্রুপ এই নির্বাচন বর্জন করছেন। ফাওয়াদ চৌধুরী এখন কারাবন্দি। কারাগার থেকেই নির্বাচন কমিশনের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তার ব্যক্তিগত এক্সেও এই চিঠির একটি কপি প্রকাশ করা হয়েছে। সেখান থেকে তার ভাই ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি শেয়ার করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডন।
চিঠিতে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আমার গ্রুপ এবং আমি পুরোপুরি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। তবে গ্রুপ বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সময়ের ডানহাত বলে পরিচিত ছিলেন ফাওয়াদ চৌধুরী। এ জন্য তাকে তিনি তথ্যমন্ত্রী বানিয়েছিলেন।
কিন্ত গত বছর ৯ই মে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হলে পাকিস্তানে ভয়াবহ দাঙ্গা দেখা দেয়। তাতে ফেঁসে যাবেন এমন এক সময়ে তিনি সহ পিটিআইয়ের অনেক নেতা দল থেকে পদত্যাগ করেন। তবে ওই সময় রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছিলেন ফাওয়াদ চৌধুরী। জুনে জাহাঙ্গীর তারিন নেতৃত্বাধীন ইশতেহকামে পাকিস্তান পার্টির (আইপিপি) উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দেখা যায়। তবে তিনি আনুষ্ঠানিকভাবে আইপিপিতে যোগ দিয়েছেন কিনা তা বলেননি।
ফাওয়াদ চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় গত ৪ঠা নভেম্বর। এরপর তার স্থান হয়েছে জেলখানা। সেখান থেকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, খাইবার পখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণার পর গত বছর সেই দুটি পরিষদের নির্বাচন করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এ সময় তিনি নিজের বিরুদ্ধে আনীত দুর্নীতির মামলাকে মিথ্যা বলে অভিহিত করেন।