সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » ‘সাকিব না থাকলেও রংপুরকে হারাতে ভালো খেলতে হবে’

‘সাকিব না থাকলেও রংপুরকে হারাতে ভালো খেলতে হবে’

আসর শুরুর আগে ইংল্যান্ড গিয়ে চোখের ডাক্তার দেখান সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকেই সমস্যা ছিল, কিন্তু নির্বাচনী ব্যস্ততায় চোখ দেখাতে পারেননি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শনিবারই প্রথম মাঠে নামেন তিনি। ব্যাট হাতে ৩ বলে ২ রান করার পর ১৬ রান খরচায় ৪ উইকেট নেন এই অলরাউন্ডার। তবে ম্যাচ শেষ হতেই জানা যায়, চোখের সমস্যার কারণে সাকিব অনির্দিষ্টকালের জন্য বিপিএল থেকে ছিটকে গেছেন। সাকিব না থাকায় রংপুরের শক্তিমত্তা কমেছে সন্দেহ নেই। তবে সাকিব না থাকলেও রংপুরকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন সিলেটের ব্যাটার জাকির হাসান।
প্রথম ম্যাচে সিলেট হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে। গতকাল মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলন করে সিলেট। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরের ম্যাচ সম্পর্কে কথা বলেন জাকির।
এ সময় সাকিবের না থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো প্লেয়ার না থাকলে তো আমাদের জন্য একটু স্বস্তি। কিন্তু স্টিল আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন বা যেই প্লেয়ার হোক না কেন তাচের অ্যাগেইনেস্টে ভালো খেলতে হবে জিততে হলে।’ এবারের আসর শুরুর আগে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা ছিল। যদিও প্রথম ম্যাচ খেলেছেন তবে তাকে খেলার মতো ফিট মনে হয়নি। মাশরাফির পারফর্মেন্সের চেয়ে মাঠে হাজির থাকাটাই একটা মোটিভেশন বলে মনে করেন জাকির। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাইয়ের মাঠে থাকাটাই মেইন একটা মোটিভেশন বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক ডিসিশনে ইজি হয়ে যায়। আমার কাছে যেটা মনে হইছে। তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হয়েছে।’
প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেন জাকির। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস। সব ফরম্যাটেই নিজেকে মেলে ধরা চেষ্টা করছেন জাকির। তিনি বলেন, ‘না আসলে আমি ধারাবাহিক মানে যেটা যে চেষ্টার কথা বললেন সেটা আসলে শুধু টি-টোয়েন্টিতে না, অল ফরম্যাটেই চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। পারফর্ম করার চেষ্টা করছি। তো যেই সময় যেই সিচুয়েশন আসতেছে যেই ফরম্যাট আসতেছে ওইভাবে নিজেকে চেষ্টা করতেছি অ্যাডাপ্ট করার।’ গত বিপিএলেও দারুণ পারফর্ম করেন জাকির। তবু জায়গা মেলেনি জাতীয় দলে। তবে এ ব্যাপারে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দেন তিনি। জাকির বলেন, ‘আমার কাজ ছিল পারফর্ম করা। সিলেক্টরদের কাজ সিলেক্ট করা। তো আমি এই কষ্ট রাখতে চাই না। আমি পারফর্ম করতে চাই। যেইখানেই খেলব, পারফর্ম করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *