সর্বশেষ
Home » রাজনীতি » জাতীয় পার্টি » বেশির ভাগই ভাড়া করা – জিএম কাদের

বেশির ভাগই ভাড়া করা – জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগী ঢাকা মহানগর উত্তরের ৬৭১ জন নেতাকর্মীর দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এমপি। রাতে মানবজমিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি দাবি করেন, ৬ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব রিপোর্ট ছাপা হয়েছে প্রকৃত অর্থে এর মধ্যে পদ-পদবীধারী ২০-২৫ জনের বেশি নয়। বাকিরা ভাড়া করা, তারা দলের কেউ নন। মোহাম্মদপুর এলাকা থেকে তাদের অর্থের বিনিময়ে জড়ো করা হয়েছে এমন রিপোর্ট পাওয়ার দাবি করে জিএম কাদের বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৃহস্পতিবারও আমার মতবিনিময় হয়েছে। এরমধ্যে কয়েকজন রংপুর যাচ্ছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতে। সঙ্গত কারণেই তাদের সঙ্গে রংপুরের নেতাকমীদের দেখা-সাক্ষাৎ হবে। জাপাকে নিয়ে গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে পার্টি চেয়ারম্যান বলেন, যে কোন রিপোর্ট প্রকাশের আগে ব্যাপক যাচাই-বাছাই’র মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় ব্যক্তি, সংগঠন, সমাজ তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে জাপার নেতাকর্মীরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে জানানো হয়, জাপার আরও ২০৩২ জন নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
তারা পর্যায়ক্রমে পদত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *