মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মা খাইরুন নাহারের মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজে। আজ ফজরের নামাজের পর জানাজা শেষে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা নিয়মিত করে গেছেন শুভ। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে ছবি-ভিডিও শেয়ার করতেন।
সেগুলো ছুঁয়ে যেত নেটিজেনদের হৃদয়।