গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের চালকের ঘুমে বাজারে আসা জেলেসহ প্রাণ গেল তিন জনের। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় চালকের নামে মামলা করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় ধর্মপুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলে ধর্মপুর বাজার এলাকার মাঝিপাড়া গ্রামের হরেন মাঝি (৫৫) ও প্রতাপ কুমার (২৪) মারা যান। এছাড়া জগন্নাথপুর এলাকার আজিজার রহমান (৭০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর ড্রাইভারসহ গাড়িটিকে আটকে রাখেন স্থানীয়রা। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সবুজ মিয়া বলেন, বাজারে আজিজারসহ বিভিন্ন এলাকার লোকজন বাজার করতে আসছিলেন। কিন্তু কীভাবে প্রাইভেটকারটি এসে সরাসরি বাজারে লোকজনের ওপরে উঠে গেল কেউ বুঝতে পারেনি।
সিঙ্গেল রাস্তায় এভাবে দ্রুতগতিতে কারটি চালানো ঠিক হয়নি। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। উক্ত ঘটনায় পর এলাকাবাসী ড্রাইভারকে আটক করে রাখে। তাকে উদ্ধার করা হয়েছে। চালকের নামে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এ সময় চালক ঘুমাচ্ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয় প্রাইভেটকারটি। আরও কোনো ঘটনা থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।