দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং উপনেতা হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পাওয়ায় এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। গতকাল কার্যপ্রণালি বিধি ও এই সংক্রান্ত আইন অনুযায়ী স্পিকার এই অনুমোদন দিয়েছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় সংসদে ‘সরকারি দলের বিরোধিতাকারী’ সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ‘স্বীকৃতি’ প্রদান করেছেন’। গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। এবারের নির্বাচনে ২৬ আসনে জাপাকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। ওই আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী দেয়া হয়নি।