সর্বশেষ
Home » অন্যান্য » লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে বুদ্ধি প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্ব্বা নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করছে র‌্যাব। অন্য আসামি শাহাদাত হোসেন পলাতক রয়েছে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
জোবায়ের উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও চর আলগী ইউনিয়নের চর সেকান্তর এলাকার বাসিন্দা। পুলিশ সুপার জানান, চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণের মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে রামগতি থানায় তাকে হস্তান্তর করা হয়। অন্য আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে।
উল্লেখ্য, ২০শে জানুয়ারি দুপুরে ওই নারী গ্রামের রাস্তা দিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় রাস্তা থেকে শাহাদাত জোরপূর্বক তুলে নিয়ে অভিযুক্ত জোবায়েরের কাছে নিয়ে যায়। পরে অস্থায়ী শ্রমিক লীগের অফিসে জোবায়ের জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তখন শাহাদাত অফিসের বাইরে পাহারা দেয়। এর ৮ দিন পর রামগতি থানায় ওই নারী বাদী হয়ে তাদেরকে আসামি করে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *