সর্বশেষ
Home » জাতীয় » সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছে: আইজিপি

সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছে: আইজিপি

একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ গড়ে তোলার কাজ চলছে। দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।
এর আগে সকালে ‘সেবা ও সদাচার, ডিএমপি’র অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে শুরু হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস। রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *