বিশ্ববিদ্যালয় হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এমন এক জায়গায় এমন ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। অভিভাবকরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পাঠান উচ্চশিক্ষার জন্য। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা যে মানুষ হওয়ার কোনো উপাদানই সেখানে নাই। আর সেখানে যদি ধর্ষণের মতো ঘটনা ঘটে তাহলে সেটা জাতির এবং গোটা শিক্ষার্থী সমাজের জন্য লজ্জার।
সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী সরকারের মদদে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই নানা অপকর্ম করে যাচ্ছে ছাত্রলীগ।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্বা প্রকাশ করেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন।