জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলরুমে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুন ও মো. মুরাদ। তাদেরকে রাজধানীর ফার্মগেট ও নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলোচিত ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনকে ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং এই ঘটনায় অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানসহ অভিযুক্তকে পালানোর সহায়তার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।