পাকিস্তানের বেলুচিস্তানে পর পর দুই বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ৮ই ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন। তার আগেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো। এ খবর দিয়েছে ডন।
খবরে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণ হয়। আস্ফানির কাকার নামের ওই প্রার্থীকে টার্গেট করেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
দ্বিতীয় বিস্ফোরণ হয় কিলা সাইফুল্লাহ এলাকায়। ওই শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই ডনকে জানান যে, অন্তত ১২ জন বিস্ফোরণে নিহত হয়েছেন।
এই হামলা হয় জেইউআই-এফ কার্যালয়ের সামনে।
পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। তারপরেও এসব হামলা হলো। এর আগে গত শুক্রবার পাকিস্তানের করাচির নির্বাচন কমিশনের (ইসিপি) সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা। করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।
উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।