উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথ সহজ করতে বিধিমালায় সংশোধনী আনতে চায় নির্বাচন কমিশন। এজন্য একটি খসড়াও তৈরি করা হয়েছে। উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ২৫০ জন ভোটারের যে সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন হয়, খসড়ায় তা বাতিলের প্রস্তাব করা হয়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন পরিচালনা ও নির্বাচনের আইন শাখার কর্মকর্তাদের সঙ্গে এই সভায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ সংশোধন ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে সভায় অংশ নেয়া ইসি’র এক কর্মকর্তা বলেন, নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আনার জন্য সভায় আলোচনা হয়েছে। বিধি অনুযায়ী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট উপজেলার ২৫০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দিতে হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
এদিকে আচরণবিধি সংশোধনের বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। হয়তো সচিবালয় কোথাও থেকে ফিডব্যাক পেয়েছে, স্বাক্ষরের বিষয়টা না রাখাই ভালো।
আবার অনেকে বলছেন না রাখলে সমস্যা হবে। এ বিষয়ে মিশ্র মতামত আছে। আমাদের কাছে এলে ভালো-মন্দ দিক বিবেচনা করবো। আলোচনা না করে কিছু বলতে পারবো না। তিনি আরও বলেন, আচরণ বিধিমালায় কিছু কিছু জায়গায় অসঙ্গতি আছে। কিছু জায়গায় অস্পষ্টতা আছে। যারা এসব নিয়ম প্রয়োগ করতে যান তারা এসব অসঙ্গতির কথা বলেছেন। সেই ফিডব্যাকগুলোকে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। আচরণবিধিমালা নির্বাচন কমিশনই সংশোধন করতে পারে জানিয়ে তিনি বলেন, কেবল মন্ত্রণালয়ের একটা ভেটিং লাগে। ভেটিংয়ের পর কমিশনই সংশোধনী জারি করতে পারে।